জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারবে না বলে কয়রার নির্বাচনী জনসভায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি দাবি করেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নানামুখী অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
২৭ নভেম্বর (বৃহস্পতিবার) কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া'য় নির্বাচনী জনসভা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম সানা'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে সবার অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার নিজ নিজ ভোট নিজেকেই দিতে হবে।
বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে উন্নয়ন ও সাম্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবো। কোন প্রকার কাউকে দখলদারি বা চাঁদাবাজি বা অত্যাচার করার সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, পাইকগাছা-কয়রা অঞ্চলের আগের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার জনকল্যাণমুখী কোন কার্যক্রম করে নাই। তাই এই অঞ্চলের জনসাধারণ ভোটের গুরুত্বপূর্ণ হারিয়ে ফেলছে। আপনি আপনাদের অনুরোধ করেছি, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি আমার নয় আপনার এবং আপনার অঞ্চলের উন্নয়ন করতে চাই।
এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, সদস্য সচিব ও সাবেক যুগ্ম আহবায়ক এম এ হাসান, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান বেল্টু, সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা জাসাস আহবায়ক শহিদুল ইসলাম শহিদ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জিএম আব্দুল গফফার, নাসিমা আলম, টিএম মঞ্জুরুল আলম, সিরাজুল ইসলাম নান্নু, ওসমান গনি খোকন, সাইফুজ্জামান, মোল্লা আইয়ুব হোসেন, জিএম গোলাম রসুল, মোহতাসিম বিল্লাহ, বুলবুল আহমেদ, বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, আব্দুস সোবহান গাজী, নাজমুল হুদা, মোস্তাফিজুর খোকন, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, স্বরোজিত ঘোষ দেবেন, জামাল জাফরিন, আবুল কালাম কাজল, মেহেদী হাসান সবুজ, সাব্বির রহমান বাবু, মামুন হোসেন, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, রুহুল আমিন গাজী, সাইদুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত প্রমুখ।